দলের জয়ে হাথুরুসিংহের উচ্ছ্বাস


প্রকাশিত: ০৯:৪২ পিএম, ১৫ জুলাই ২০১৫

টানা চতুর্থ সিরিজ জয়! চাট্টিখানি কথা তো নয়। আনন্দে ভাসছে টাইগার শিবির। আনন্দ উদযাপন করছে পুরো জাতি। সেখানে সদাগম্ভীর, মেপে কথা বলা এবং কোনোভাবেই উত্তেজনা প্রকাশ না করা কোচ হাথুরুসিংহেই বা বাদ পড়বেন কেন!

সিরিজ জয়ের পর এই বাঁধভাঙা আনন্দের তোড়ে ভেসে গেছেন কোচও। ট্রফি নিয়ে ফেরার সময় সাংবাদিকদের বলেই ফেললেন, ‘আমি খুব, খুব, খুব আনন্দিত।’

পরে ড্রেসিং রুমে হাথুরুসিংহে আরো খোলামেলা প্রতিক্রিয়ায় জানালেন তার আনন্দের কথা।

বললেন, ‘এই জয়টা সত্যিই অনেক বড় জয়। শুধু এই সিরিজ জয়টাই নয়, ভারত, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ও অনেক বড় অর্জন। একটার সঙ্গে আরেকটার তুলনা করতে পারি না । আমি ধারাবাহিকভাবে সবগুলো সিরিজ উপভোগ করেছি।’

হাথুরুসিংহে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ দলের এই ধারাবাহিক অর্জনই বলে দেয় তিনি দলের জন্য কতটা প্রয়োজনীয় এবং মূল্যবান অভিভাবক। তার অভিভাবকত্বেই বিশ্বকাপে ভালো খেলার পর ঘরের মাঠে টানা তিনটি সিরিজ জয়ের স্বাদও পেয়েছে টাইগাররা। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ও এসেছিল হাথুরুসিংহের হাত ধরেই।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।