আমিরাতের ভিসা পেতে লাগবে ভালো আচরণের সনদপত্র

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ০৯ জানুয়ারি ২০১৮

সংযুক্ত আরব আমিরাতের ভিসা পেতে হলে এখন থেকে আবেদনের সঙ্গে ‘ভালো আচরণের সনদপত্র’ জমা দিতে হবে। সোমবার দেশটির সরকারের সংশ্লিষ্ট বিভাগ এ ঘোষণা দিয়েছে।

প্রবাসীদের জন্য আমিরাতের তৈরি এই নতুন বিধান আগামী ৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদসংস্থা ওয়াম সোমবার এক প্রতিবেদনে বলছে, সংযুক্ত আরব আমিরাতের সমন্বয় কমিটি ২০১৭ সালে মন্ত্রিসভার একটি প্রস্তাবনা অনুমোদন করেছে।

নতুন এ আইনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ভিসার জন্য যারা আবেদন করবেন, তারা অবশ্যই ভালো আচরণের সনদপত্র সংগ্রহের পর জমা দেবেন। নিজ দেশ থেকে অথবা সর্বশেষ যে দেশে পাঁচ বছর কাটিয়েছেন সেদেশের কর্তৃপক্ষের কাছে থেকে ভালো আচরণের সনদপত্র সংগ্রহ করতে হবে।

পরে ভিসার আবেদনের সঙ্গে বিদেশে থাকা আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক কূটনৈতিক মিশন অথবা কাস্টমার হেপিনেস সেন্টারে জমা দিতে হবে।

নিরাপদ সমাজব্যবস্থা তৈরির উদ্দেশ্যে নতুন এই বিধান করা হয়েছে বলে আমিরাতের সংশ্লিষ্ট সরকারি কমিটির সদস্যরা মন্তব্য করেছেন। তবে যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে দেশটিতে যাবেন তাদের জন্য নতুন এই বিধান প্রযোজ্য নয়।

সূত্র : গালফ নিউজ।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।