চীনে তুষারপাতে এক সপ্তাহে ২১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ০৯ জানুয়ারি ২০১৮

তুষারপাতে চীনের কেন্দ্রীয় এবং পূর্বাঞ্চলে জানুয়ারির ২ তারিখ থেকে এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। দেশটির ন্যাশনাল কমিশন ফর ডিজেস্টার রিডাকশন এ তথ্য নিশ্চিত করেছে। খবর রিলিফ ওয়েব।

ভারি তুষারপাতে চীনের আনহুই, জিয়াংসু, হেনান, হুবেই, হুনান, সানঝি, সানসি প্রদেশ এবং চংকিং পৌরসভার বাড়ি-ঘর, কৃষিজমি এবং বিদ্যুৎসেবা ব্যহত হচ্ছে।

নিজেদের বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র চলে গেছে ৩ হাজার সাতশোর বেশি মানুষ। এছাড়া আরও ১৪ হাজার মানুষের জরুরি সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে কমিশন। বিভিন্ন স্থানের প্রায় ৭শ’ বাড়ি-ঘর ধসে পড়েছে এবং প্রায় ২ হাজার ৮শ’ বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ২ লাখ ৩৩ হাজার একশোর হেক্টরের বেশি কৃষিজমির ক্ষতি হয়েছে। এছাড়া পুরোপুরি নষ্ট হয়ে গেছে ৮ হাজার ১শ’ হেক্টর জমি। যার ফলে দেশের অর্থনীতিতে সরাসরি ক্ষতি হচ্ছে প্রায় ৫ দশমিক ৫৫ বিলিয়ন ইউয়ান।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।