শিশু রাজন হত্যাকাণ্ড : ভিডিও ধারণকারী নূর মিয়া গ্রেফতার
সিলেট সদর উপজেলার কুমারগাঁওয়ে নির্মমভাবে নির্যাতন করে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যার ভিডিও চিত্র ধারণকারী নূর মিয়াকে(২২)গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ১১টায় জালালাবাদ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। নূর মিয়া শহরতলির কান্দিগাঁও ইউনিয়নের জাঙ্গাইল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
বুধবার রাত ১১ টায় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর ও গণমাধ্যম) মো. রহমত উল্লাহ জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, ঘাতক কামরুলের নির্দেশেই নূর মিয়া শিশু শেখ সামিউল আলম রাজন হত্যার ভিডিও চিত্র ধারণ করে। তাকে জাঞ্জাইল থেকে গ্রেফতার করা হয়েছে এবং তার মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
প্রসঙ্গত, ৮ জুলাই সিলেট সদর উপজেলার কুমারগাঁও বাসস্টেশন এলাকার একটি ওয়ার্কশপের খুঁটির সাথে বেঁধে প্রায় দেড়ঘণ্টা অমানুষিক নির্যাতন করে ১৩ বছরের শিশু শেখ সামিউল আলম রাজনকে হত্যা করা হয়। হত্যার পর একটি মাইক্রোবাসে করে নিয়ে লাশ গুম করার সময় হাতে নাতে ধরা পড়ে খুনিদের একজন মুহিত।
হত্যাকাণ্ডের তিনদিনের মাথায় শিশু রাজনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করার একটি ভিডিও ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এর পরপরই দেশব্যাপী ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। শিশু নির্যাতনের প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে দেশব্যাপী কর্মসূচি পালন হতে থাকে। প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-টুইটারেও।
শিশু রাজনের বাড়ি কুমারগাঁও বাসস্টেশনের পার্শ্ববর্তী জালালাবাদ থানার কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামে। রাজনের বাবা শেখ আজিজুর রহমান পেশায় একজন মাইক্রোবাসচালক। তাঁর দুই ছেলের মধ্যে রাজন বড়। অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা রাজন সবজি বিক্রি করত।
ছামির মাহমুদ/আরআই/এসএইচএস