এক ঘুমে ছয়দিন পার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৩ এএম, ০৯ জানুয়ারি ২০১৮

এ যেন এক ভূতুড়ে গ্রাম। একবার ঘুমিয়ে পড়লে, সেই ঘুম ভাঙে একেবারে ছয়দিন পরে। অথচ চারবছর আগেও এমনটা ছিল না। বরং স্বাভাবিকই ছিল কাজাখস্তানের কালাচি গ্রামের জনজীবন। কাজাখস্তানের রাজধানী আস্তানা থেকে ৩শ মাইল দূরের এই গ্রামে ঘুমের এই ভূতুড়ে ঘটনার কথা সামনে আসে ২০১৩ সাল থেকেই।

যে ছয়দিন এই গ্রামের বাসিন্দারা ঘুমোন, সেই কয়েকদিনে তাদের ক্ষুধা বা তৃষ্ণাও লাগেও না। ঘুম ভাঙার পরে নাকি তাদের কিছুই মনে থাকে না। তবে গ্রামের সবাই যে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন এমনটা নয়। মূলত শিশুরাই এই ঘুমের কবলে বেশি পড়ে। বাদ পড়েননি প্রাপ্তবয়স্করাও।

কালাচি গ্রামে থাকেন ৬৮০জন বাসিন্দা। এর মধ্যেই এই বিচিত্র ঘুমের কবলে পড়েছেন ১৪১ জন। ঘুম থেকে ওঠার পরে মাথা ব্যথা, বমিভাব ও দৃষ্টিবিভ্রমেরও শিকার হয়েছেন তারা। স্থানীয় বাসিন্দা ভেরা কোলেসনিচেনকো বলেন, ‘আমার মেয়েটা ছয়দিন ঘুমিয়ে উঠে আমাকে প্রশ্ন করেছিল, মা তোমার তিনটে চোখ কেন? কেন এমন হচ্ছে?’ ভয়ের চোটে গ্রাম থেকে মেয়েকে নিয়েই পালিয়ে যান ভেরা।

গ্রামের কাছেই একটি ইউরেনিয়ামের খনি আছে। বিজ্ঞানীরা মনে করছেন ওই খনির থেকে তেজস্ক্রিয়তার কারণেই এমন ঘটছে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।