কাতারে ব্যবসায় বিদেশিরা পাবে শতভাগ মালিকানা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২১ পিএম, ০৭ জানুয়ারি ২০১৮

কাতারে বিদেশি বিনিয়োগকারীরা বিভিন্ন ব্যবসায় এখন থেকে শতভাগ মালিকানা পাবে। অধিকাংশ অর্থনৈতিক খাতে এই মালিকানার অনুমোদন দিয়েছে দেশটির সরকার। তবে কাতার সরকারের বিশেষ অনুমতি নিয়ে ব্যাংকিং ও ইনসুরেন্স খাতে বিনিয়োগ করতে হবে। আর কেউ কোনো রিয়েল স্টেট ও নিজস্ব জায়গা কিনতে পারবে না।

এর আগে কাতারে কেবল ৪৯ শতাংশ মালিকানা নিয়ে ব্যবসা করার সুযোগ ছিল বিদেশিদের। এতে করে বিদেশি বিনিয়োগকারীরা ব্যবসার জন্য দেশটিতে আকৃষ্ট হবে।

কাতার সরকার চেষ্টা করছে কীভাবে নতুন নতুন রাজস্ব খাত তৈরি করা যায়, যাতে করে দেশের অর্থনীতি শক্তিশালী হয়। গত বছরের জুলাইতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর দেশটির ওপর অবরোধ আরোপ করার পর থেকে দেশটি ৮০টি দেশের নাগরিকদের অবাধে ভিসা ছাড়াই কাতারে যাতায়াতের সুযোগ করে দেয়।

দেশটির অর্থ ও বাণিজ্যমন্ত্রী শেখ আহমেদ বিন জসিম বলেছেন, এর ফলে যেসব দেশে ব্যবসা করার বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে, সেসব দেশের মধ্যে বৈশ্বিক অর্থনীতিতে কাতার পথ প্রদর্শক হিসেবে থাকবে। অর্থনৈতিক উন্নয়নের চক্রটি এই আইনের ফলে আরো বিস্তৃত হবে।

সূত্র - এএফপি, মিডল ইস্ট মনিটর ।

জেডএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।