সরকার যাকে বাধা মনে করছে তাকেই সরিয়ে দিচ্ছে : ছাত্রদল


প্রকাশিত: ০১:৩৫ পিএম, ১৫ জুলাই ২০১৫

ক্ষমতাকে দীর্ঘায়িত করতে সরকার যাকে বাধা মনে করছে তাকেই পথ থেকে সরিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নওগাঁ জেলার সাপাহার উপজেলার ছাত্রদলের প্রচার সম্পাদককে অপহরণ করায় উদ্বেগ প্রকাশ করে এ মন্তব্য করেন ছাত্রদল  সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।

বিবৃতিতে তারা বলেন, এই সরকার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে যাকে বাধা মনে করছে তাকেই পথ থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছে। তারা ক্ষমতা টিকিয়ে রাখার মানদণ্ড হিসেবে গুম, অপহরণ আর হত্যাকেই বেছে নিয়েছে। তাদের শাসনামলে কত মায়ের বুক যে খালি হয়েছে তা একমাত্র তারাই জানেন।

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, তবে কোন কুশাসনই বেশি দিন স্থায়ী হয়নি, তাই তারাও বেশি দিন থাকতে পারবে না। এদেশের ছাত্র-জনতা অবশ্যই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। নেতৃদ্বয়, অবিলম্বে অপহরণ করা ছাত্রনেতাকে সুস্থ শরীরে ফেরত দেয়ার দাবি জানান।

প্রসঙ্গত, গত ১৪ জুলাই রাত পৌনে নয়টার দিকে সাপাহার থেকে বাড়ি ফেরার পথে উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক রবিউল ইসলাম রুবেলকে অপহরণ করা হয়।

এমএম/এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।