দিল্লির আকাশে বিমান চলাচলে বিধি নিষেধ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:১৫ এএম, ০৭ জানুয়ারি ২০১৮

ভারতের প্রজাতন্ত্র দিবসের মহড়া উপলক্ষে আগামী ১৮ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য দিল্লির আকাশে সব ধরনের বাণিজ্যিক বিমানের চলাচল বন্ধ থাকবে। ফলে এ সময়ে প্রায় ১ হাজার ফ্লাইট বাতিল হতে পারে।

সম্প্রতি দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই ৯ দিন স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত সেখানে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ থাকবে। সে সময় রাজধানীর আকাশে প্রজাতন্ত্র দিবসের মহড়া চালাবে দেশটির বিমান বাহিনী।

কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী, ভারতের অন্যতম ব্যস্ত দিল্লি বিমানবন্দরে ঘণ্টায় গড়ে ৬৭টি বিমান ওঠানামা করে। সে হিসেবে প্রতিদিন পৌনে দুই ঘণ্টায় ১০০টি করে ফ্লাইট বাতিল হতে পারে। যার মধ্যে অন্তত ৪০টি আন্তর্জাতিক ফ্লাইট। এ সব আন্তর্জাতিক ফ্লাইটকে নির্ধারিত সময়ের আগে বা পরে ওঠা-নামার ব্যবস্থা করা হবে। সূত্র : পিটিআই

এমএমজেট/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।