ভূমিকম্পের ভুল বার্তায় জাপানে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৩৪ পিএম, ০৬ জানুয়ারি ২০১৮

ভূমিকম্পের ভুল বার্তায় শুক্রবার জাপানে আতঙ্কিত হয়ে পড়েন লাখো মানুষ। বিঘ্নিত হয় দেশটির যোগাযোগ ব্যবস্থাও।

কিন্তু পরে বোঝা যায় লাখো মানুষের মোবাইলে বাজখাই যে অ্যালার্মটি বেজে ওঠে সেটি দেশটির আর্থকোয়েক ওয়ার্নিং সিস্টেমে ত্রুটির কারণে আসলে বেজে ওঠে।

বার্তাটিতে বলা হয়, ইবারাকি উপকূলে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তীব্র ঝাঁকুনির জন্য প্রস্তুত থাকুন।

এর পরিপ্রেক্ষিতে বন্ধ হয়ে যায় ট্রেন সার্ভিস। কর্মকর্তারা বলছেন, ভুলবশত দুটি ছোট ভূমিকম্পকে একটি বড় বড় ভূমিকম্প ধরে জাপান মেটেরোলজিক্যাল এজেন্সি সতর্কবার্তাটি পাঠায়।

এজেন্সির হিসেব ছিল জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানবে।

তবে বাস্তবে ৪ দশমিক ৪ ও ৩ দশমিক ৯ মাত্রার দু’টি ভূমিকম্প আঘাত হানে।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, অ্যালার্ম বেজে ওঠার পর নিজের মোবাইল চেক করছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ।

এ ধরনের ঘটনা এবারই প্রথম নয় জাপানে। ২০১৬ সালের আগস্টে ৯ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্পের সতর্ক বার্তা দিয়েছিল জাপান। সেটিও পরে ভুল প্রমাণিত হয়।

রিখটার স্কেলে ৬ বা তার বেশি মাত্রার যত ভূমিকম্প পৃথিবীতে হয় তার ২০ শতাংশ হয় জাপানে।

সূত্র : বিবিসি।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।