আবারও সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪ এএম, ০৬ জানুয়ারি ২০১৮

আবারও সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। তবে ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে সৌদির তরফ থেকে দাবি করা হয়েছে। খবর আল জাজিরা।

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করার কয়েক ঘণ্টা পরেই এক বিবৃতিতে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি জানায় সৌদি।

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল ইখবারিয়া শুক্রবার এক খবরে জানিয়েছে, সৌদি প্রতিরক্ষা বাহিনী ইয়েমেনের সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে অবস্থিত নাজরান এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই তা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

হুথি বিদ্রোহীদের পরিচালিত আল মাসিরাহ টেলিভিশন চ্যানেলের এক খবরে জানানো হয়েছে, টুইট বার্তার মাধ্যমে ওই হামলার দায় স্বীকার করেছে হুথিরা। সৌদি আরবের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে একটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সফলভাবে হামলা চালিয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

হুথিরা সোভিয়েত ইউনিয়নের তৈরি কাহার-২এম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটি ৪শ কিলোমিটারের মধ্যে আঘাত হানতে সক্ষম। এর আগেও ইয়েমেন সীমান্ত থেকে সৌদি আরবের বেশ কিছু স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।