বান্দরবানে কৃষকদের মাঝে উন্নয়ন সামগ্রী বিতরণ


প্রকাশিত: ১০:২৯ এএম, ১৫ জুলাই ২০১৫

বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, এডিবি, পৌরসভা এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের সমন্বয়ে হতদরিদ্রদের মধ্যে উন্নয়ন সামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বান্দরবান উপজেলা পরিষদ মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এসব সামগ্রী ও ত্রাণ বিতরণ করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয় তিনটি ইউনিয়নে ১৯টি সোলারও একটি ওয়াটারপাম্প এবং এডিবির অর্থায়নে ২০টি সেলাই মেশিন বিতরণ করা হয় । এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহায়তায় পাঁচটি ইউনিয়নের ছয়টি ফুড স্প্রে মেশিন এবং পৌরসভার সহযোগিতায় ১০০ পরিবারের মাঝে এক লাখ টাকা বিতরণ করা হয়।

সৈকত দাশ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।