কালীগঞ্জে অফিস সহকারীর হাতে ছাত্রী নিপীড়নের অভিযোগ


প্রকাশিত: ০৯:২৮ এএম, ১৫ জুলাই ২০১৫

গাজীপুরের কালীগঞ্জে এক অফিস সহকারীর হাতে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। দায় স্বীকার করে ওই অফিস সহকারী নিজে বিদ্যালয় থেকে অব্যাহতি নিয়েছেন। বুধবার উপজেলার তুমলিয়া ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় রাজনগর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আফির উদ্দিন কাজ করতে অফিসে যায়। কিন্তু অফিসের চাবি বিদ্যালয় সংলগ্ন দফতরির বাড়িতে ছিল। আর সেই চাবি আনার জন্য খবর দিলে দফতরি তার ৭ বছরের মেয়েকে দিয়ে চাবি পাঠায়। চাবি দিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষ খুলে সেখানে ওই শিশুটিকে বিভিন্নভাবে যৌন নিপীড়ন করে ওই অফিস সরকারী।

পরে শিশুটি কান্নাকাটি করে তার মায়ের কাছে ঘটনা খুলে বলে। তার মা এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির কাছে বিচার দাবি করেন। বুধবার দুপুরে বিদ্যালয়ে জরুরি এক বৈঠকে ওই অফিস সহকারীকে চাকরি থেকে অব্যাহতি নিয়ে ক্ষমা করে দেওয়া হয় এবং এ ঘটনায় জানাজানি করার কারণে প্রধান শিক্ষক ও সভাপতির চাপে বিদ্যালয়ের দফতরিকে চাকরি থেকে অব্যাহতি নিতে বাধ্য করে।
 
বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আফজাল হোসেন জানান, জরুরি সভা আহ্বান করে অফিস সহকারী ও দফতরির মাঝে অনৈতিক সম্পর্ক থাকায় তারা উভয়ই চাকরি থেকে অব্যাহতি নিয়েছে।

একই ঘটনায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কাজী মো. সালাউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তারা নিজে ঘটনার দোষ স্বীকার করে অব্যাহতি নিয়েছে।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান জানান, এ ব্যাপারে থানায় কোন অভিযোগ আসেনি।

আব্দুর রহমান আরমান/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।