সাত বছরের ছেলে সাপ চিবিয়ে খায়!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২৭ এএম, ০৪ জানুয়ারি ২০১৮

সাত বছর বয়সী ছেলে মনোতোষ। সে সাপ চিবিয়ে খায়! তার সাপ চিবিয়ে খাওয়ার একটি ভিডিও ফেসবুক-সহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভারতের বিহার রাজ্যের মুজফফরপুরে এই বালকের বাড়ি। তবে তার কোনো বিশেষ ক্ষমতা নেই। সে এক ধরনের মানসিক রোগে আক্রান্ত।

এসব কাণ্ড ঘটানোর কারণে তার বাড়ির লোকজন তাকে ঘরের মধ্যে বেঁধে রাখে। কিন্তু সুযোগ পেলেই সে দড়ি খুলে পালিয়ে যায়। আর সাপ ধরে চিবনোর মতো কাণ্ড করতে থাকে। সাত বছরের তুলনায় তার মস্তিষ্ক সেভাবে পরিণত হয়নি।

মনোতোষের দরিদ্র মা-বাবা জানিয়েছেন, নুন আনতে পান্তা ফুরনোর অবস্থা তাদের। শ্রমজীবী বাবা যা আয় করেন তাতে কোনো মতে দিন চলে। এই পরিস্থিতিতে ছেলের চিকিৎসা করানো তাদের কাছে স্বপ্ন।
তবে, প্রথম প্রথম সে চেষ্টা তারা করেছিলেন। বেশ কিছুদিন চিকিৎসা করানোর পরেও মনোতোষের অবস্থার কোনো উন্নতি হয়নি। এরপর আর তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি তাদের পক্ষে।

জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।