ভারতে অপহরণের পর চার পুলিশকে হত্যা
ভারতের ছত্রিশগড় রাজ্যে মাওবাদী বিদ্রোহীরা অপহরণের পর চার পুলিশকে হত্যা করেছে। বুধবার তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার পুলিশের এই চার সদস্যকে অপহরণ করেছিল বিদ্রোহীরা। খবর এনডিটিভি।
পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা সুখনন্দন রাঠোর বলেন, মাওবাদী বিদ্রোহীরা একটি বাস থেকে পুলিশ সদস্যদের অপহরণের পর হত্যা করেছে। হত্যার পর তাদের লাশ জঙ্গলের কাছের একটি সড়কে ফেলে যায় বিদ্রোহীরা। অপরাধীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান তিনি।
উল্লেখ্য, সোমবার পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস ছত্রিশগড় রাজ্যের বিজাপুর জেলার কুটরো গ্রামের মধ্যদিয়ে যাওয়ার সময়ে বিদ্রোহীরা এসব পুলিশকে অপহরণ করে। এরপর বুধবার তাদের লাশ উদ্ধার করা হয়।
এসআইএস/এমএস