পাহাড় থেকে সৈকতে বাস পড়ে নিহত ৪৬

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১২ এএম, ০৩ জানুয়ারি ২০১৮

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি সড়ক থেকে ১০০ ফুট নিচে সৈকতে পড়ে ৪৬ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় ১০০ জন উদ্ধারকর্মী ঘটনাস্থলে আছেন। জীবিতদের উদ্ধারে তারা জোর প্রচেষ্টা চালাচ্ছেন। খবর সিএনএন।

পেরুর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মৃতদেহগুলো বাসের ভেতরে এবং পাথুরে সৈকতে পাওয়া গেছে। বাসটিতে মোট ৫৭ জন যাত্রী ছিলেন। পেরুর রাজধানী লিমার উত্তরে স্থানীয় সময় মঙ্গলবার ‘কুরভা দেল দিয়াবলো’ (শয়তানের মোড়) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

একটি ট্র্যাক্টর বাসটিকে পেছন দিক দিয়ে ধাক্কা দিলে বাসটি সৈকতে পড়ে পায়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বাস ও ট্র্যাক্টর উচ্চগতিতে রাস্তায় চলছিল।

এটিকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ উল্লেখ করে এক বিবৃতিতে নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন পেরুর প্রেসিডেন্ট পেদ্রো পাবলো।

এআরএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।