প্রতারক বলায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৪২ এএম, ০২ জানুয়ারি ২০১৮

জঙ্গিদের আশ্রয় ও তাদের বিরুদ্ধে মিথ্যা কৌশল বেছে নেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামাবাদকে সহায়তা বন্ধের হুমকি ও প্রতারক বলায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তান। মঙ্গলবার মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা বলেছেন, ‘পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে ইসলামবাদ।’

ট্রাম্পের অভিযোগের জেরে তীব্র প্রতিক্রিয়া জানাতে সোমবার রাতে পাকিস্তানের রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত ডেভিড হ্যালেকে তলব করা হয়। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মার্কিন দূতের বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন দূতাবাসের এক কর্মকর্তা। তবে তিনি বলেছেন, ‘বৈঠকের ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই।’

এছাড়া তাৎক্ষণিকভাবে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নতুন বছর ২০১৮ সালের প্রথম দিন সোমবার এক টুইট বার্তায় মার্কিন এ প্রেসিডেন্ট বলেন, ‘গত ১৫ বছরের বেশি সময় ধরে ৩৩ বিলিয়ন ডলারের বেশি অর্থ পাকিস্তানকে নির্বোধের মতো সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তারা আমাদের কিছুই দেয়নি বরং মিথ্যা বলেছে, প্রতারণা করেছে। তারা আমাদের বোকা মনে করে।’

‘সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় দিচ্ছে তারা, আমরা সামান্য সহায়তা নিয়ে আফগানিস্তানে হন্যে হয়ে খুঁজছি। আর নয়!’

ট্রাম্পের এই টুইটের পর দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলছে, তারা যুক্তরাষ্ট্রের জন্য অকে কিছু করেছে; আল-কায়েদা দমনে সাহায্য করেছে। এর বিনিময়ে তারা মার্কিন পররাষ্ট্র দফতর ও প্রতিরক্ষা মন্ত্রীর কাছ থেকে শুধুমাত্র ‘অহংকার ও অবিশ্বাস’ পেয়েছে।

ইসলামি জঙ্গিবাদ ইস্যুতে চোখ বন্ধ রাখার অভিযোগ বার বার অস্বীকার করে আসছে ইসলামাবাদ। ওয়াশিংটনের সমালোচনা করে দেশটি বলছে, চরমপন্থীদের দমন করতে গিয়ে পাকিস্তানের মাটিতে হাজার হাজার বেসামরিক মানুষের প্রাণহানি ও কোটি কোটি ডলার ব্যয় উপেক্ষিত হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলার পর জঙ্গিবাদের বিরুদ্ধে লড়তে ইসলামাবাদের সঙ্গে কৌশলগত সামরিক জোট গঠন করে যুক্তরাষ্ট্র। তবে প্রায়ই মার্কিন নেতারা অভিযোগ করে বলেন, পাকিস্তান এবং কাবুল দীর্ঘদিন থেকে তালেবানকে সমর্থন করে আসছে এবং এই জঙ্গিগোষ্ঠীকে দমনে তারা নামমাত্র সহায়তা করেছে।

সূত্র : এএফপি।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।