নতুন বছরের প্রথম দিনেই পাকিস্তানকে ট্রাম্পের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ০১ জানুয়ারি ২০১৮

পাকিস্তানকে দেয়া যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে পাকিস্তান চরমপন্থীদের আশ্রয় দিচ্ছে এবং তাদের ব্যাপারে মিথ্যা বলছে বলে অভিযোগ করেছেন তিনি।

নতুন বছর ২০১৮ সালের প্রথম দিনেই এক টুইট বার্তায় মার্কিন এ প্রেসিডেন্ট বলেন, ‘গত ১৫ বছরের বেশি সময় ধরে ৩৩ বিলিয়ন ডলারের বেশি অর্থ পাকিস্তানকে নির্বোধের মতো সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তারা আমাদের কিছুই দেয়নি বরং মিথ্যা বলেছে, প্রতারণা করেছে। তারা আমাদের বোকা মনে করে।’

‘সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় দিচ্ছে তারা, আমরা সামান্য সহায়তা নিয়ে আফগানিস্তানে হন্যে হয়ে খুঁজছি। আর নয়!’

গত সপ্তাহে দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে ২৫৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা স্থগিত করা হবে কি না তা নিয়ে ইতোমধ্যে বোঝাপড়া শুরু করেছে ট্রাম্প প্রশাসন। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় এই সহায়তা স্থগিত করা হয়।

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ক্রমান্বয়ে ওয়াশিংটন-ইসলামাবাদের সম্পর্কের অবনতি ঘটেছে। গত আগস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘পাকিস্তান প্রায়ই সন্ত্রাসীগোষ্ঠী, বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টিকারীদের অ্যাজেন্টকে নিরাপদ আশ্রয় দেয়।’

গত মাসে তিনি পাকিস্তানকে দেয়া যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা চিরতরে বন্ধ করে দেয়ার ইঙ্গিত দেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নীতিমালা উন্মোচনে অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘অামরা প্রত্যেক বছর পাকিস্তানকে বিশাল অর্থ সহায়তা প্রদান করি। তাদেরও সহায়তা করতে হবে।’

সূত্র : এএফপি।

এসঅাইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।