কোস্টারিকায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:১৪ এএম, ০১ জানুয়ারি ২০১৮

কোস্টারিকার উত্তরাঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১০ জনই মার্কিন পর্যটক এবং বাকিরা ওই বিমানের পাইলট এবং কো-পাইলট। তারা দু’জনই কোস্টারিকার নাগরিক।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, নিহতদের মধ্যে পাঁচজনই একই পরিবারের সদস্য। চেসনা ২০৮ কারাভান বিমানটি রাজধানী সান জোস থেকে পানটা ইসলিটা রিসোর্টের উদ্দেশে রওনা দিয়েছিল।

বিমানটি কি কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি। বিমানের কোনো আরোহীই বেঁচে নেই। গুয়ানাকাসতে প্রদেশের বেজুসোর কাছে একটি পাহাড়ি এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে।

কোস্টারিকার প্রেসিডেন্ট লুইসি গুইলারমো সোলিস দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।