আ. লীগ ক্ষমতায় এসে রংপুরকে মঙ্গামুক্ত করেছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগে রংপুর অঞ্চলে দুর্ভিক্ষ আর মঙ্গা লেগেই থাকতো। আওয়ামী লীগ ক্ষমতায় এসে এ অঞ্চলকে দুর্ভিক্ষ আর মঙ্গামুক্ত করে দিয়েছে। এছাড়া এ অঞ্চলের সার্বিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সরকার। মঙ্গলবার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর শহরের ৪ লেন বিশিষ্ট সড়কের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।
প্রধানমন্ত্রী বলেন, রংপুরকে বিভাগ ও সিটি কর্পোরেশন করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়, পল্লী উন্নয়ন একাডেমি, মেরিন একাডেমি, আইটি ভিলেজ স্থাপনসহ কৃষিতে ব্যাপক উন্নয়ন সাধন করেছে আওয়ামী লীগ সরকার।
২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শুধু মধ্যম আয়ের দেশে পরিণত নয়, বাংলাদেশ দ্রুত উন্নত দেশে পরিণত হয়ে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াবে।
মঙ্গলবার দুপুর ১২ টায় রংপুর জেলা প্রশাসকের সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা, সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, স্থানীয় সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত, রংপুর রেঞ্জের ডিআইজি (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবীর, সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত সচিব ফারুক জলিল, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, পুলিশ সুপার আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মমতাজ উদ্দিন আহম্মেদ প্রমুখ।
উল্লেখ্য, রংপুর নগরীকে যানজট মুক্ত রাখতে ২০১০ সালে ১৬ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এ সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন বর্তমান সরকারের সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন।রংপুর বাইপাস অংশে ৮ কিলোমিটার ও নগরীর ভিতরের অংশে ৮ দশমিক ২৪ কিলোমিটার অংশের নির্মাণ কাজের ব্যয় ধরা হয় ১২৬ দশমিক ৫৮ কোটি টাকা।
সড়ক নির্মাণ কাজে অর্থ যোগান দেয় জাপান ডেড ক্যান্সেলেশন ফান্ড ৪০ কোটি টাকা ও বাংলাদেশ সরকার ৮৬ কোটি টাকা। তিনটি প্যাকেজে এ ৪ লেন সড়ক নির্মাণ করা হয়েছে।
এসএস/পিআর