রাজন হত্যার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন
সিলেটে নির্মম নির্যাতনে শিশু রাজনকে হত্যার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজনকে যখন নির্যাতন করা হচ্ছিল তখন প্রত্যক্ষদর্শীরা অট্টহাসিতে মশগুল ছিল। কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। উল্টো উৎসাহ জুগিয়েছিল নির্যাতনকারীদের।
কক্সবাজার নারী ও শিশু সুরক্ষা নেটওয়ার্কের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, এনজিও সংস্থা স্পাউরুলের নির্বাহী পরিচালক প্রকৌশলী কানন পাল, মুক্তির নির্বাহী পরিচালক বিমল দে, রামু কেন্দ্রীয় সীমা বৌদ্ধ বিহারের সহকারী পরিচালক প্রজ্ঞা নন্দ ভিক্ষু, নোঙরের নির্বাহী পরিচালক রাশেদুল ইসলাম।
সায়ীদ আলমগীর/এসএস/পিআর