যৌন হয়রানির অভিযোগে চাকুরিচ্যুত ঢাবি কর্মকর্তা


প্রকাশিত: ০৭:০২ পিএম, ১৩ জুলাই ২০১৫

যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক কর্মকর্তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত এবং সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকায় আরো দুজনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অফিসের সেকশন অফিসার জাকারিয় কবিরের বিরুদ্ধে অ্যাকাডেমিক সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে মার্কেটিং বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়।

অন্যদিকে, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিউটিটের সিনিয়র টেকনিশিয়ান আবদুল বাতেন এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের গবেষণাগার সহকারী গাজী মোহাম্মদ বাবুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হবে বলেও সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।