২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে : নাসিম
২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত ভবন মিলনায়তনে গণতন্ত্রী পার্টি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে। দেশে জঙ্গী দমনে শেখ হাসিনার নেতৃত্ব বিশ্ব দরবারে প্রশংশিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশের দারিদ্র বিমোচন,স্বাস্থ্য শিক্ষা, যোগাযোগ ও কৃষি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।
মন্ত্রী বলেন, এই উন্নয়নের মাপ কাঠি ধরেই বিশ্ব ব্যাংক বাংলাদেশকে ইতোমধ্যেই নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
পরে স্বাস্থ্যমন্ত্রী বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা প্রাক্তন ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে অংশ যোগ দেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদল্যালয়ের ডা. শহীদ মিলন হলে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গ
ণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ড. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও খালিদ মাহমুদ চৌধুরী এমপি, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শরিফ নুরুল আম্বিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
এসআইএস/এমআরআই