সৌদি সরকারে আবারো রদবদল


প্রকাশিত: ০১:৩১ পিএম, ১৩ জুলাই ২০১৫

সৌদি আরবের বাদশাহ সালমান তার সরকারে আবারো রদবদল করেছেন। এ রদবদলে তিনি নতুন একজন গৃহায়ন মন্ত্রীর নাম ঘোষণা করেছেন এবং রয়্যাল কোর্টের প্রধানের পদে পরিবর্তন এনেছেন। সোমবার সরকারি এক আদেশে এ রদবদলের তথ্য জানানো হয়েছে।

আদেশে রয়্যাল কোর্টের প্রধান হিসেবে হামাদ বিন আব্দুল আজিজ আল-সুওয়াইলেমের পরিবর্তে প্রতিমন্ত্রী খালিদ বিন আব্দুল রহমান আল-ইসার নাম ঘোষণা করা হয়েছে। সরকারি ওই আদেশে রদবদল এবং পরিবর্তনের কোন কারণ উল্লেখ করা হয়নি।

সৌদি সরকারের ব্যাপক রদবদলের অংশ হিসেবে সালমানের পুত্র প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের কাছ থেকে গত এপ্রিল মাসের শেষের দিকে দায়িত্ব নেয়ার পর থেকে সুওয়াইলেম রয়্যাল কোর্টের দায়িত্ব পালন করছিলেন। ওই রদবদলে ডেপুটি ক্রাউন প্রিন্স হিসেবে বাদশাহ’র পুত্রের নাম ঘোষণা করা হয় এবং সিংহাসনের উত্তরাধিকারের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রাখা হয়।

মোহাম্মাদ বিন সালমানকে প্রতিরক্ষামন্ত্রী ও অন্যান্য পদের দায়িত্ব দেয়া হয়।এসময় বাদশাহ ক্রাউন প্রিন্স হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মোহাম্মাদ বিন নায়েফের নাম ঘোষণা করা করেন। এদিকে সোমবার পৃথক এক সরকারি আদেশে গৃহায়ন মন্ত্রী হিসেবে মজিদ বিন আব্দুল্লাহ বিন হামাদ আল-হাগাইলের নাম ঘোষণা করা হয়।

এসআইএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।