ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলছে


প্রকাশিত: ১২:৫০ পিএম, ১৩ জুলাই ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার উত্তর সুহিলপুর গ্রামের বটতলা এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ জাগো নিউজকে জানান, অভিযান চলাকালে গ্যাসের ৯টি রাইজার ও বেশ কয়েকটি বিলবই জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক বা সাজাদ প্রদান করা হয়নি। তিনি আরো জানান, অবৈধ গ্যাস লাইন অপসারণে এই অভিযান অব্যাহত থাকবে।

এসময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী (সেবা) মো. আবু জাফর উপস্থিত ছিলেন।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।