কেনিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার


প্রকাশিত: ১১:৩২ এএম, ১৩ জুলাই ২০১৫

সরকার কেনিয়ায় বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ হুমায়ুন কবিরকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেজর জেনারেল হুমায়ুন কবির ১৯৮০ সালের ২১ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। এছাড়া জেনারেল কবির  দীর্ঘ কর্মজীবনে সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান, রাষ্ট্রপতির সামরিক সচিব, বাংলাদেশ প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আর্মি ট্রেনিং ও ডকট্রিন কমান্ডের চীফ অব ডকট্রিন, মোজাম্বিকে জাতিসংঘ মিশনের বানব্যাট-১ এর জেনারেল স্টাফ অফিসার ফাস্ট গ্রেড এবং চীফ অব অপারেশনে কর্মরত ছিলেন।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।