ট্রাম্পের বিদেশ নীতির পক্ষে টিলারসনের সাফাই

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:২৪ এএম, ২৯ ডিসেম্বর ২০১৭

উত্তর কোরিয়াকে চাপে রাখা, ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধ ও ইউক্রেনকে সমর্থন করার মতো বিষয়গুলো সামনে টেনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের প্রথম বছরের মার্কিন বিদেশ নীতির পক্ষে সাফাই গেয়েছেন রেক্স টিলারসন।

বুধবার নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত ‘আই অ্যাম প্রাউড অব আওয়ার ডিপ্লোম্যাসি’ শীর্ষক এক মুক্তমতে টিলারসন লিখেছেন, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার অগ্রগতিতে মার্কিন কর্মকাণ্ডের জন্য দেশটির জনগণের উৎসাহিত হওয়া উচিৎ।

তিনি আরও লিখেছেন, চ্যালেঞ্জ থাকার পরও সমস্যা সমাধানে আমি কূটনৈতিক তৎপরতার বিষয়েই আশাবাদী ছিলাম।

মার্কিন শীর্ষ কূটনীতিক হিসেবে প্রথম বছরটা বেশ বন্ধুর ছিল টিলারসনের জন্য। উত্তর কোরিয়া-কাতারের মতো ইস্যুগুলোর জন্য প্রেসিডেন্ট ডোনাণ্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও জড়াতে হয়েছে তাকে। এ ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বেশ সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে।

এসবের মধ্যে ট্রাম্প টিলারসনকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেবেন- এমন গুঞ্জনও ওঠে। তবে খোদ ট্রাম্পই বিষয়টি ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দেন।

সূত্র : ব্লুমবার্গ

এনএফ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।