নিউইয়র্কে ভবনে আগুন লেগে ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৪ এএম, ২৯ ডিসেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টে আগুন লেগে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক বছর বয়সী এক শিশু রয়েছে। এছাড়া অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নিউইয়র্কের ব্রনজ চিড়িয়াখানা এলাকার ফরদহাম ইউনিভার্সিটির কাছে প্রোসপেক্ট অ্যাভিনিউয়ের এক ভবনে এ দুর্ঘনা ঘটে।

নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাসিওর বরাত দিয়ে বিবিসি এ হতাহতের খবর জানিয়েছে।

নিউইয়র্ক ফায়ার সার্ভিস বিভাগ থেকে এক টুইট করে জানানো হয়, খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে তাদের ১৬০ জনের বেশি কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
সিটি মেয়র আরও জানান, ওই ভবন থেকে সরিয়ে নেওয়া বাসিন্দাদের আপাতত পাশের একটি স্কুলে রাখা হয়েছে।

এদিকে, নিউইয়র্ক টাইমস জানিয়েছে, অগ্নিকাণ্ডের শিকার ওই ভবনটি পাঁচতলা। সেখানে ২০টি ফ্ল্যাট ছিল। ভবনটি অন্তত ১০০ বছর আগে নির্মিত।

এসআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।