লটারি তুমি কার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৩ এএম, ২৯ ডিসেম্বর ২০১৭

থাইল্যান্ডে ১০ লাখ মার্কিন ডলারের একটি লটারির বিজয়ী কে তা নির্ধারণে কর্তৃপক্ষকে ডিএনএ টেস্ট পর্যন্ত যেতে হচ্ছে। ঝামেলা শুরু হয়, একজন শিক্ষক ওই লটারির টিকিটের দাবি করে বসলে। তিনি বলেন, টিকিটটি তার কাছ থেকে হারিয়ে গিয়েছিল।

ওই একই টিকিটে পরে লটারি জিতেছেন দেশটির একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। গতমাসেই লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে।

কর্তৃপক্ষ এখন দেখছে লটারি জয়ী টিকিটের দাবিদার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য চারুন উইমন (৬২) ইতোমধ্যে ৯ লাখ ২০ হাজার ডলার তুলে নিয়েছেন।

এখন যেহেতু টিকিটের দাবিদার দু’টি পক্ষ তাই প্রকৃত মালিক নির্ধারণে মাঠে নামছে ফরেনসিক পুলিশ।

সংশ্লিষ্ট একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেছেন, এখনও কারও বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি, কারণ আমাদের ডিএনএ প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হচ্ছে।

একজন ফরেনসিক কর্মকর্তা বলছেন, আগামী মাসে রেজাল্ট হাতে আসতে পারে।

এনএফ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।