সংকট সমাধানে বেইল আউট পাচ্ছে গ্রিস


প্রকাশিত: ১০:০৭ এএম, ১৩ জুলাই ২০১৫

অবশেষে গ্রিস নিয়ে ইউরোজোন নেতারা  একটি সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে। ইউরোজোনের নেতারা  গ্রিসকে বেইল আউট দেয়ার ব্যাপারে নীতিগত সম্মতির কথা জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের চেয়ারম্যান ডোনাল্ড টাস্ক সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। খবর বিবিসির।

ডোনাল্ড টাস্ক বলেন, গ্রিসের দেউলিয়াত্ব ঠেকাতে বেইলআউট বিষয়ে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছেছি।  দেশটির অর্থনীতির পুনরুদ্ধারে ভবিষ্যতে গ্রিসের প্রতি ইইউর সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

গ্রিসের ঋণ সংকট নিয়ে ইউরোজোন নেতাদের এই সমর্থনের ফলে গ্রিসকে ইউরোজোন থেকে বের হয়ে যেতে হবে না। ইউরোপীয়ান কমিশনের প্রধান জন ক্লড জাংকার বলেন, গ্রিস ইউরোজোন থেকে বেরিয়ে যাচ্ছে এমন একটি আতঙ্ক সবার মাঝে ছিল। এখন আমাদের চুক্তির ফলে এই আতঙ্ক কেটে গেছে।

১৭ ঘণ্টার দীর্ঘ আলোচনার পর গ্রিসের তৃতীয় বেইলআউট কেন্দ্রিক একটি চুক্তি করতে সক্ষম হলেন ইউরোজোন নেতারা। গ্রিস যে সংস্কার প্রস্তাব ইউরোজোনের কাছে দিয়েছে সেটি বুধবারের মধ্যে পাস  হতে পারে।

এসআইএস/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।