চীনা রাষ্ট্রদূতকে নয়াদিল্লির তলব


প্রকাশিত: ০১:৪৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৪

চীনা সেনার প্ররোচনামূলক আচরণে উত্তেজনা বাড়ছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায়। এমন পরিস্থিতিতে নয়াদিল্লিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি ইউচেংকে সমন পাঠিছে ভারত।

সীমান্তে প্ররোচনামূলক আচরণ নিয়ে বারবার সতর্ক করা হলেও লাল ফৌজের মনোভাবের পরিবর্তন হয়নি। এর পরই নিজেদের ক্ষোভ উগরে দিতে রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই বুধবার বিদেশমন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশিকা পাঠানো হয় চীনা দূতাবাসে। অবিলম্বে সেদেশের রাষ্ট্রদূতকে বিদেশমন্ত্রণালয়ে হাজির হতে বলা হয়।

ভারত সরকারের সমন পাওয়ার পরে সন্ধ্যায় সাউথ ব্লকে এসে যুগ্মসচিব পর্যায়ের কর্মকর্তার সঙ্গে কথা বলেন চীনা রাষ্ট্রদূত লি ইউচেং। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উপরে জোর দিয়েছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।