রোমের উদ্দেশে পোপের দ. আমেরিকা ত্যাগ


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ১৩ জুলাই ২০১৫

পোপ ফ্রান্সিস রোববার রাতে রোমের উদ্দেশে প্যারাগুয়ে ত্যাগ করেন। এর মধ্যদিয়ে তার দক্ষিণ আমেরিকার সপ্তাহব্যাপী সফর শেষ হলো। সেখানে এ সফরকালে তিনি এ অঞ্চলের সবচেয়ে কতিপয় দরিদ্র দেশের গরীব ও প্রান্তিক জনগোষ্ঠীর মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হন।

ইকুয়েডর ও বলিভিয়া সফরের পর ৭৮ বছর বয়সী পোপ ও ভ্যাটিকানের প্রতিনিধি দল অসানসিওনে এয়ারবাস এ৩৩০-এ ওঠে ওই দেশ ত্যাগ করেন। ইকুয়েডর ও বলিভিয়া সফরের সময় তিনি প্রায় দু’ডজন ভাষণ দেন। এসব ভাষণের মূল বিষয়বস্তু ছিল দারিদ্র্য, অসমতা ও দুর্নীতি।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।