সেনেগালে অপহৃত ১২ কাঠুরে মুক্তি পেলেন


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ১৩ জুলাই ২০১৫

সেনেগালের দক্ষিণাঞ্চলীয় কাসামান্সে অপহৃত ১২ কাঠুরেকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। ১২ দিন আগে তাদের অপহরণ করা হয়।

রোববার নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা শুধু ১২ কাঠুরেকে কোলিং গ্রামে ফিরে আসতে দেখেছি।’

তিনি আরো জানান, অপহরণকারীরা তাদের ইয়াসিনে জঙ্গলে ছেড়ে দেয়।

শুক্রবার এক সেনা সূত্র জানায়, অপহরণকারীরা প্রথমে ওই কাঠুরেরা যে সমিলে কাজ করত তার মালিক পক্ষের কাছে ১৭ হাজার মার্কিন ডলার মুক্তিপণ দাবি করে। কিন্তু পরে মুক্তিপণ অনেক কমিয়ে তাদের দেয়া হয় বলে স্থানীয় সূত্র জানায়।

মুক্তি পাওয়া অপহৃতদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।