তিউনিসিয়ায় সহিংসতার জন্য আল-কায়েদা দায়ী


প্রকাশিত: ০৫:৫৫ এএম, ১৩ জুলাই ২০১৫

তিউনিসিয়ায় গত সপ্তাহে নিরাপত্তা বাহিনীর অভিযানে আল-কায়েদা সংশ্লিষ্ট একটি জঙ্গি গ্রুপের তিন নেতা নিহত হয়েছে। দেশটিতে ব্যাপক সহিংসতার জন্য এই সংগঠনটিকে দায়ী করা হয়।
 
রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নাজিম গারসালি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘শুক্রবার গাফসা অঞ্চলে সেনাবাহিনীর সহায়তা নিয়ে আমাদের নিরাপত্তা বাহিনী এই অভিযান চালায়। এতে তিন সিনিয়র নেতাসহ জঙ্গি সংগঠনটির পাঁচ দুর্ধর্ষ সন্ত্রাসী নিহত হয়।’

এই তিন সিনিয়র নেতার নাম মুরাদ গারসালি, হাকিম হাজি ও লুনিস আবু ফাত। এদের মধ্যে মুরাদ ও হাকিম তিউনিসিয়া এবং লুনিস আলজেরিয়ার নাগরিক।

এই অভিযানে নিহত অপর দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি। এর আগে শনিবার তিউনিসিয়া সরকারের এক মুখপাত্র মুরাদ গারসালির মৃত্যুর কথা ঘোষণা করেছিলেন।

তিউনিসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, ১৯৯৪ সাল থেকে আলজেরীয় কর্তৃপক্ষের কাছে আবু ফাত পলাতক ছিলেন।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।