রেলের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে সরকার : রেলমন্ত্রী


প্রকাশিত: ০৪:০০ এএম, ১৩ জুলাই ২০১৫

সরকার রেলের উন্নয়নে কাজ করছে জানিয়ে রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, যেকোনো অঞ্চলের উন্নয়নের জন্য রেল যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সরকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেলের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। সীমিত অর্থনৈতিক ব্যবস্থার মধ্যেও প্রয়োজনে আরো প্রকল্প গ্রহণ করা হবে।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম (কেডিজেএফ)-ঢাকা আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কেডিজেএফ-এর সভাপতি মধুসূদন মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান।

কেডিজেএফ-এর সাধারণ সম্পাদক এনায়েত ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুরসালিন নোমানী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বক্স, খুলনা বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের সভাপতি আলহাজ লিয়াকত আলী, জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী, ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি সুলতান মাহমুদ বাদল, কেডিজেএফ-এর সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ, সংগঠনের যুগ্ম-সম্পাদক সাব্বির নেওয়াজ, সদস্য শেখ রকিব উদ্দিন, ফসিউদ্দিন মাহতাব, নজরুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা খুলনা বিভাগের উন্নয়ন তথা রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রয়োজনীয়তার বিষয়ে বক্তব্য রাখেন।

জবাবে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী মংলা থেকে খুলনা রেলপথে কাজের ভিত্তিপ্রস্তর ইতোমধ্যে করা হয়েছে। রুপসা ব্রিজের উপরও রেল লাইন হবে। পদ্মা সেতুকে কেন্দ্র করে ঢাকা থেকে মাওয়া এবং সেতু থেকে যশোর পর্যন্ত রেললাইন স্থাপন করা হবে।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।