খালাস পেলেন আবু কাতাদা


প্রকাশিত: ১২:১০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৪

কট্টরপন্থী ইসলামী প্রচারক ওমর মাহমুদ ওসমান, যিনি আবু কাতাদা নামেই বেশি পরিচিত, জর্দানের এক আদালত তাকে বেকসুর খালাস দিয়েছের। পরে বুধবার তিনি জেল থেকে মুক্তি পান।

কাতাদার বিরুদ্ধে অভিযোগ ছিল যে ২০০০ সালে ব্রিটেনের মিলেনিয়াম উৎসব ভন্ডুল করার লক্ষ্যে এক ব্যর্থ সন্ত্রাসবাদী ষড়যন্ত্রের সাথে তিনি জড়িত ছিলেন।

এ নিয়ে দীর্ঘদিন ধরে মামলার চলার পর জঙ্গীবাদের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ এনে ২০১৩ সালে তাকে ব্রিটেন থেকে বের করে দেয়া হয়েছিল।

গত জুন মাসে জর্দানে আরেকটি মামলাতেও মি. কাতাদা জয়লাভ করেন। সেটি ছিল ১৯৯৮ সালে জর্দানে বোমা হামলার সাথে তার জড়িত থাকার অভিযোগ।

আম্মানের রাষ্ট্রীয় নিরাপত্তা আদালতে বেসামরিক বিচারকদের একটি প্যানেল মি. কাতাদার বিরুদ্ধে সর্বশেষ মামলাটিতে এই রায় ঘোষণা করেন। মামলায় জেতার পরো কাতাদাকে ব্রিটেনে ফেরত আসতে দেয়া হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।

তারা বলছেন, কারণ কাতাদা একজন বিদেশি নাগরিক যাকে অনির্দিষ্টকালের জন্য ব্রিটেন থেকে বহিষ্কার করা হয়েছে। -বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।