যশোরে দুস্থদের মাঝে ঈদ উপহার


প্রকাশিত: ০২:২৮ পিএম, ১২ জুলাই ২০১৫

যশোরে ১৬০ জন পঞ্চাশোর্ধ্ব দুস্থ ও অসহায় মায়ের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। রোববার দুপুরে জয়তী সোসাইটির উদ্যোগে পঞ্চাশোর্ধ্ব নারীসেবা কর্মসূচির আওতায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উপহার প্রদান করা হয়। ঈদ উপহারের মধ্যে শাড়ি, চাল, সেমাই, চিনি ও সাবান।

পঞ্চাশোর্ধ্ব নারীসেবা কর্মসূচি বাস্তবায়ন কমিটির উদ্যোগে যশোর জয়তী ভবন মিলনায়তনে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সোসাইটির সভাপতি আজাদুল কবির আরজু`র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর লেডিস ক্লাবের সভাপতি জেলা প্রশাসক পত্নী রুনা লায়লা।

জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক ও পঞ্চাশোর্ধ্ব নারীসেবা কর্মসূচি বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক অর্চণা বিশ্বাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বাস্তবায়ন কমিটির সদস্য কাজী লুৎফুন্নেছা। বিশেষ অতিথি ছিলেন শারমিন হাবিবা লাকি।

মিলন রহমান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।