গ্রীস সংকট : মতৈক্যে পৌঁছানো কঠিন হয়ে উঠেছে


প্রকাশিত: ১০:৫৫ এএম, ১২ জুলাই ২০১৫

গ্রীসকে ঋণসংকট থেকে টেনে তুলতে আর্থিক সহায়তার একটি চুক্তি করার জন্য ইউরোজোনের অর্থমন্ত্রীদের আলোচনায় মতৈক্যে পৌঁছানো `অত্যন্ত কঠিন` হয়ে উঠেছে বলে জানা যাচ্ছে। শনিবার ব্রাসেলসে ৯ ঘণ্টা ধরে আলোচনা করেও কোন ঐকমত্যে পৌঁছাতে পারেন নি ইউরোপের অর্থমন্ত্রীরা।

গ্রীক সরকার চাইছে, এখন তাদেরকে প্রায় ৭ হাজার কোটি ইউরো দেয়া হোক। তবে এর বিনিময়ে গ্রীসকে আরো বেশ কিছু সরকারি ব্যয় সংকোচন কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।

ফিনল্যান্ডের অর্থমন্ত্রী বলেছেন, গ্রীস যে আরো আন্তর্জাতিক অর্থ সহায়তা পাবার শর্তগুলো পূরণ করবে এ ব্যাপারে আরো স্পষ্ট প্রমাণ দরকার।

এদিকে ইউরোজোনের রাষ্ট্রপ্রধানরাও রোববার আরো পরের দিকে অর্থমন্ত্রীদের বৈঠকে এসে যোগ দেবেন। গ্রীস সংক্রান্ত আলোচনা শেষ না হওয়া পর্যন্ত এ বৈঠক চলবে।

আরএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।