তিউনেশিয়ার লিবিয়া সীমান্তে ২৭ মৃতদেহ উদ্ধার
ভূমধ্যসাগর হতে ২৭ অভিবাসনপ্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করেছে তিউনেশিয়া। এসব অভিবাসনপ্রত্যাশী লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা করেছিল বলে জানা গেছে। রোববার এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তিউনেশিয়ার নিরাপত্তা কর্মকর্তা মঙ্গি কাধি বলেন, দেশটির নৌবাহিনীর সদস্যরা ৩ জুলাই থেকে ১০ জুলাইয়ের মধ্যে লিবিয়া সীমান্তের কাছে এসব মৃতদেহ উদ্ধার করে। অভিবাসীরা অফ্রিকার নাগরিক হতে পারে বলে জানান তিনি।
এদিকে, গত কয়েক ঘণ্টায় হাজার হাজার অভিবাসনপ্রত্যাশীকে ইতালির সিসিলি চ্যানেল থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।
এসআইএস/পিআর