‘বিশ্বকে নিজের অধীনে রাখার পাঁয়তারা করছেন ট্রাম্প’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১০ এএম, ২৩ ডিসেম্বর ২০১৭

পিয়ংইয়ংকে জোর করে অপরাধী হিসেবে চিহ্নিত করার ব্যাপারে মার্কিন নিরাপত্তাবিষয়ক সম্ভাব্য নথির খোঁজ পেয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার কথা বলে বিশ্বকে নিজের অধীনে রাখার পাঁয়তারা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত সোমবার ট্রাম্প জানান, পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র কর্মসূচির চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায় ওয়াশিংটন। এদিকে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে শুক্রবার উ. কোরিয়ার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদ নিষেধাজ্ঞা আরোপ করে।

নিরাপত্তা পরিষেদে পাস হওয়া প্রস্তাবে উ. কোরিয়ায় পরিশোধিত পেট্রলিয়াম পণ্য ও অপরিশোধিত খনিজ তেল সরবরাহ ৯০ শতাংশ কমানোর কথা বলা হয়েছে। পিয়ংইয়ংয়ের প্রধান ব্যবসায়িক অংশীদার চীন এবং রাশিয়াও এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশল আসলে কিছুই না; বরং পুরোটাই আগ্রাসন। তিনি বলেন, ট্রাম্প আমাদের দেশে আগ্রাসন চালাতে চান।

সূত্র : বিবিসি।

কেএ/এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।