বড়দিন উপলক্ষে জাতীয় ছুটি দাবি মমতার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২০ এএম, ২৩ ডিসেম্বর ২০১৭

বড়দিন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে নাম না করেই বিজেপি-কে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতার দাবি, কেন্দ্র বড়দিনের ছুটি বাতিল করেছে। অবিলম্বে বড়দিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা উচিত।

শুক্রবার পার্ক স্ট্রিটে বড়দিনের উদ্বোধনী অনুষ্ঠানের পর সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের ক্রিস্টমাস অনুষ্ঠানেও যান মমতা। সেখানেও একই দাবি করেন তিনি।

সম্প্রতি রাজস্থানে পশ্চিমবঙ্গের এক যুবককে কুপিয়ে ও পুড়িয়ে মারার ঘটনা উল্লেখ করে তিনি আরও জানান, বড়দিন মানবতার উৎসব। বড়দিন আমাদের সবার দিন। কিন্তু মানব সভ্যতা, সংস্কৃতিকে কেউ কেউ ধ্বংস করার চেষ্টা করেন। সেটা আমাদের গায়ে লাগে।

মুখ্যমন্ত্রী মমতার ভাষায়, মহান তারাই হয়, যারা সব মানুষকে নিয়ে চলতে পারে। আর যে বড় হয়, তাকে অনেক কিছু সহ্য করতে হয়।

তিনি আরও জানান, অথচ কেউ কেউ হিন্দুতে-হিন্দুতে, মুসলিমদের সঙ্গে হিন্দুদের, ধর্মের সঙ্গে ধর্মের লড়াই লাগাতে চান। আমরা এসব পছন্দ করি না। আনন্দবাজার।

কেএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।