ভূতদের দেখাতে ফেসবুকে লাইভ ভিডিও!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৩ এএম, ২২ ডিসেম্বর ২০১৭

অনেকের মুখে ভূতের কথা শোনা যায়। কিন্তু কেউ নিজে ভূত দেখেছেন এরকম জানা যায় না। সবাই বলে আমার দাদা দেখেছে, না হয় নানা দেখেছে। আবার নিজে ভূত দেখেছে বললেও একপর্যায়ে স্বীকার করে, ভূতের মতো কিছু একটা ছিল বলে মনে হয়েছে।

কিন্তু সে রকম গল্প নয়। বরং ভূতদের উপস্থিতিকে জনসম্মুখে তুলে ধরতে ফেসবুকে লাইভ করেছে প্যানোরামা ওয়্যার হাউস ডটকম। অতিপ্রাকৃতের প্রতি দায়বদ্ধ এই কমিউনিটি লাইভে উল্লেখ করে, তারা ভূতদের দেখাতেই লাইভে এসেছে।

১৮৫৮ সালে যুক্তরাষ্ট্রের কানসাসে গার্নেট হাউস নামে হোটেল গড়ে ওঠে। এক সময় সেলিব্রিটিরাও এসে উঠতেন সেই হোটেলে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অনেক অজানা ইতিহাস ধরে রয়েছে এই হোটেলবাড়ি। আজ আর সেখানে হোটেল নেই।

রয়েছে এক ডক্টরস চেম্বার। কিন্তু মজার ব্যাপার হলো, আজও সেখানে অতীত কথা বলে, ফিস ফিস করে ভূতের দল, সরে যায় ছায়ামূর্তিরা।

তা দেখাতেই প্যানোরামা ওয়্যার হাউস সেখানে লাইভ করে। আপনাদের জন্যে রইল ভূত দেখার সুবর্ণ সুযোগ। সেজন্য দেখতে হবে খেয়াল করে।

কেএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।