মাদারীপুরে মাদকসহ আটক ৩


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১১ জুলাই ২০১৫

মাদারীপুরে শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত পৃথক অভিযানে ৬০০ পিস ইয়াবা ও আট কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকরা হলেন, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর গ্রামের কালাম সরদারের ছেলে মিঠু সরদার (৩২), নরসিংদীর রায়পুর উপজেলার নজরপুর গ্রামের হেলু মিয়ার ছেলে বিল্লাল মিয়া (২৪) ও মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি গ্রামের হাসেম মালের ছেলে শাহালম মাল (৪০)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড়ব্রিজ এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ মিঠু সরদারকে আটক করা হয়।

অপরদিকে, রাজৈরের ব্র্যাক অফিসের সামনে থেকে আট কেজি গাঁজাসহ বিল্লাল মিয়া ও বিকেল ৫টার দিকে কালকিনির সমিতির হাট থেকে ৫০০ পিস ইয়াবাসহ শাহালম মালকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদারীপুর সদর, রাজৈর ও কালকিনি থানায় মামলা হয়েছে। মাদারীপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজীব হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

একেএম নাসিরুল হক/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।