সিরিয়া-ইরাকে অভিযান বন্ধ করছে অস্ট্রেলিয়া
সিরিয়া ও ইরাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিমান হামলা বন্ধ করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। তারা সেখানে আর কোনো অভিযান চালাবে না। খবর বিবিসি।
ছয়টি যুদ্ধবিমান ফিরিয়ে নেবে অস্ট্রেলিয়া। তবে ইরাকের অনুরোধে বেশ কিছু জ্বালানী সরবরাহকারী এবং নজরদারি বিমান সেখানে থাকবে বলে জানানো হয়েছে।
দুই বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে ইরাক ও সিরিয়ায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে অস্ট্রেলিয়া।
প্রতিরক্ষামন্ত্রী মেরসি পেইনে বলেছেন, ইরাকে আইএসের বিরুদ্ধে বিজয় ঘোষণার পরই তারা তাদের অভিযান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানিয়েছেন, ইরাক এবং অন্যান্য মিত্র দেশগুলোর সঙ্গে এ বিষয়ে তারা আলোচনা করেছেন।
মার্কিন জোটের অংশ হিসেবে ইরাককে ৭৮০ জন সেনা মোতায়েন করেছিল অস্ট্রেলিয়া। তারা ইরাকি বাহিনীর সঙ্গে যুদ্ধক্ষেত্রে সফলতা অর্জন করেছে।
টিটিএন/আইআই