সিরিয়ায় আইএস অধ্যুষিত এলাকায় বিমান হামলায় নিহত ২৮


প্রকাশিত: ০২:১৩ পিএম, ১১ জুলাই ২০১৫

সিরিয়ার সরকারি বাহিনী শনিবার যুদ্ধবিমান থেকে বোমা ফেলে ইসলামিক স্টেট গ্রুপের (আইএস) দখলকৃত একটি শহরে অন্তত ২৮ জনকে হত্যা করেছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানায়, উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের আল-বাব শহরে ফেলা এসব বোমা কথিত ব্যারেল বোমার চেয়ে তিনগুণ বেশি শক্তিশালী।

অবজারভেটরির পরিচালক রামি আবদেল রহমান বলেন, ‘সেনাবাহিনী ‘কন্টেইনার বোমা’ ব্যবহার করেছে, যেগুলো ‘ব্যারেল বোমা’র চেয়ে তিনগুণ বেশি শক্তিশালী।’

ব্রিটেন ভিত্তিক সংস্থাটি জানায়, ‘হামলায় নিহতদের মধ্যে তিন শিশু ও তিনজন নারীসহ ১৯ জন বেসামরিক নাগরিক রয়েছে।’

আবদেল রহমান বলেন, হামলায় নিহতদের মধ্যে নয় জনের শরীর এত বেশি পুড়ে গেছে যে, তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সমন্বয় কমিটির কর্মীরা জানান, একটি জনাকীর্ণ মার্কেট লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

একে /এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।