কেরানীগঞ্জে স্পট মিটারিং কার্যক্রম উদ্বোধন


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ১১ জুলাই ২০১৫

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন জোনাল অফিসে স্পট মিটারিংয়ের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার উপজেলার জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সমিতিরর জেনারেল ম্যানেজার মো. রবিউল হোসেন প্রধান অতিথি হিসিবে উপস্থিত থেকে ‘স্পট মিটারিং’ কার্যক্রমের উদ্বোধন করেন।

এই কার্যক্রমের আওতায় বিদ্যুৎ সংযোগ প্রত্যাশী গ্রাহকদের স্পটে আবেদন গ্রহণ করে জামানতের টাকা গ্রহণপূর্বক স্পটেই বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে।

জিনজিরা জোনাল অফিসের ডিজিএম এবিএম মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক ঢালী ইউসুফ আহমেদ ও মো. শহিদুল করিম ও শুভাঢ্যা জোনাল অফিসের ডিজিএম আবুল বাশার আজাদ।

বিএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।