ইবোলা মোকাবিলায় সহায়তার প্রতিশ্রুতি দাতাদের


প্রকাশিত: ১২:০৭ পিএম, ১১ জুলাই ২০১৫

গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ইবোলা প্রতিরোধে ৩৪০ কোটি মার্কিন ডলারের একটি নতুন তহবিল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে আন্তর্জাতিক দাতাগোষ্ঠী। শুক্রবার এ প্রতিশ্রুতি দেয় ওই দাতাগোষ্ঠী। খবর এএফপি’র।
 
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রধান হেলেন ক্লার্ক জানান, সর্বশেষ প্রতিশ্রুতির আওতায় দেশ তিনটিকে সহায়তায় এই তহবিল সংগ্রহ করা হবে। এই নিয়ে প্রাণঘাতী এই মহামারী ঠেকাতে সর্বমোট সহায়তার পরিমাণ দাঁড়াবে ৫১৮ কোটি মার্কিন ডলারে।

একে/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।