সৌদিতে ৮৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথিরা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:০৬ এএম, ২১ ডিসেম্বর ২০১৭

সৌদি আরবকে লক্ষ্য করে এ পর্যন্ত ৮৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদি জোটের মুখপাত্র কর্নেল তুর্কি বিন সালেহ আল মালকি বুধবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। সৌদি গ্যাজেট।

তিনি বলেন, মঙ্গলবার রিয়াদ লক্ষ্য করে সর্বশেষ যে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছিল সেটি সৌদিতে আঘাত হানার আগেই জোটের তরফ থেকে বাধা দেয়া হয়েছে এবং ধ্বংস করা হয়েছে।

রিয়াদের বাদশাহ সালমান বিমানঘাঁটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সৌদি আরবের প্রতি বিশ্বের সমর্থনকে স্বাগত জানায় জোট।

তিনি এক ঘোষণায় বলেন যে, বৈধ সরকারই ইয়েমেনের ৮৫ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। তিনি ওই অঞ্চলে ইরানের হস্তক্ষেপকে বিপজ্জনক বলে উল্লেখ করেছেন।

তিনি আরও বলেন, সৌদি আরবে ইয়েমেন থেকে ক্রমাগত ক্ষেপণাস্ত হামলা চালানো হলেও জোটের তরফ থেকে ইয়েমেনি জনগণকে মানবিক সহায়তা দেয়া হচ্ছে।

সৌদির হামলায় এখন পর্যন্ত ১১ হাজার হুথি মিলিশিয়া নিহত হয়েছে বলে জানিয়েছেন তিনি। ইরান এবং লেবাননের হিজবুল্লাহ মিলিশিয়ারা হুথি বিদ্রোহীদের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।