জাতিসংঘের তদন্তকারীকে ঢুকতে দেবে না মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫৬ এএম, ২১ ডিসেম্বর ২০১৭

মিয়ানমারের সরকারের তরফ থেকে বলা হয়েছে, তারা জাতিসংঘের মানবাধিকার তদন্তকারী ইয়াংহি লিকে আর সে দেশে ঢুকতে দেবে না। এক বিবৃতিতে মানবাধিকার বিষয়ে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার লি বলেছেন, মিয়ানমার কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা তাকে আর সহায়তা করবে না। খবর বিবিসি।

তিনি বলেন, তাকে মিয়ানমারে ঢোকার অনুমতি না দেয়ার মধ্য দিয়ে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে রাখাইন প্রদেশে নিশ্চয় শোচনীয় কোন ঘটনা ঘটছে। আগামী মাসেই ইয়াংহি লির মিয়ানমারে যাওয়ার কথা ছিল।

ঐ সফরের সময় রাখাইনে রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনসহ মিয়ানমারের সার্বিক মানবাধিকার পরিস্থিতি বিশ্লেষণ করার কথা ছিল। লি সর্বশেষ গত জুলাই মাসে মিয়ানমারে গিয়েছিলেন।

এরপরেই রাখাইন থেকে রোহিঙ্গারা পালাতে শুরু করে। এ সপ্তাহের শুরুতে জাতিসংঘের মানবাধিকার প্রধান বিবিসিকে জানান, রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য মিয়ানমারের ঊর্ধ্বতন সামরিক নেতাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা যেতে পারে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।