ফিলিপাইনে বিষাক্ত চকলেট খেয়ে হাসপাতালে সহস্রাধিক শিক্ষার্থী


প্রকাশিত: ১০:১৭ এএম, ১১ জুলাই ২০১৫

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের সুরিগাও ডেল সুর প্রদেশে ‘বিষাক্ত চকলেট’ খেয়ে অসুস্থ্য হয়ে পড়েছেন অন্তত ১ হাজার ৩ শ’ ৫০ শিক্ষার্থী। দেশটির পুলিশের বরাত দিয়ে শনিবার  চীনের বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আঞ্চলিক পুলিশের কর্মকর্তা মার্টিন গাম্বা জানান, প্রদেশের ৯টি শহরের বিভিন্ন স্কুলে এ সব চকলেট বিক্রির অভিযোগে এখন পর্যন্ত  ১২ জনকে আটক করা হয়েছে। অসুস্থ শিশুদেরকে প্রদেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআইএস/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।