রাতে ফোনে কথা বলা নিষেধ তাসকিনের!


প্রকাশিত: ০৯:১১ এএম, ১১ জুলাই ২০১৫

সন্তান চিরকাল বাবা-মায়ের কাছে ছোট্টটিই থেকে যান। কাজে বা খ্যাতিতে আপনি যতো বড় হোন না কেন, বাবা-মায়ের ভালোবাসা কিংবা শাসনের কাছে তার যোগ্যতা নস্যি! এটিই চিরন্তন সত্য।

এই যে দেখুন না ক্রিকেটার তাসকিনের উদাহরণ। তাসকিন আহমেদ জাতীয় দলের নামকরা পেসার। বিশ্বজোড়া রয়েছে তার নাম। বয়সও তার কম নয়- বিশ। অথচ এখনো তিনি থাকেন তার বাবা-মায়ের কড়া শাসনের মধ্যে। বাবার জন্য রাতে ফোন ব্যবহার করতে পারেন না তিনি।

সম্প্রতি তাসকিন জানালেন, কোনো অঘটন যেন না ঘটে সেই ভাবনায় প্রতি রাতেই তার কাছে থেকে মোবাইল ফোন নিয়ে যান তার বাবা। দিতে না চাইলে বাবা কেড়ে নিয়ে যান। প্রথম প্রথম কষ্ট হলেও পরে আর না করেন না তাসকিন। বুঝে নিয়েছেন, বাবা-মায়েরা যা করেন সন্তানের শতভাগ ভালো হওয়ার চিন্তা থেকেই করেন।

বাবার এমন শাসনের কথা তাসকিন নিজেই প্রকাশ করেছেন। আর সেটি সকলেই দেখতে পাবেন এবারের ঈদে ‘ক্রিকেট ক্রিকেট’ নামে একটি অনুষ্ঠানের মাধ্যমে।

মারিয়া নূরের সঞ্চালনায় ‘ক্রিকেট ক্রিকেট’ অনুষ্ঠানে তাসকিনসহ উপস্থিত থাকবেন আরো দুই ক্রিকেটার নাসির হোসেন ও সৌম্য সরকার।

বেসরকারি টিভি চ্যানেল ‘মাছরাঙা’তে এ অনুষ্ঠানটি  প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত সাতটা চল্লিশ মিনিটে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।